আগুন ঝরছে চৈত্রের রোদে, বাড়বে তাপমাত্রার পারদ

চৈত্রের মাঝামাঝি এসে সূর্য যেন তেতে উঠেছে আগুন হয়ে। প্রখর রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এমন সময় নতুন করে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর- আগামী দুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে তাপমাত্রার পারদ আরও ওপরে উঠতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, আগামী তিন দিন সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, বৃহস্পতি ও শুক্রবার (২৭-২৮ মার্চ) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শনিবার (২৯ মার্চ) থেকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এসি//