খেলাধুলা

'দলের পারফরম্যান্স ছিল অনেক পুওর', বললেন ভারতীয় কোচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ড্র করে খুবই হতাশ হয়েছেন ভারতীয় কোচ। পাশাপাশি তিনি এটিও মনে করছেন, তার দল যে গোল হজম করেনি, এখানেও ভাগ্য কাজ করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ ম্যাচ শেষে বলেন, ভারতীয় দল খুব খুব পুওর পারফরম্যান্স করেছে, বিশেষ করে প্রথম অর্ধে। দ্বিতীয়ার্ধে ভালো ছিল তবে খুব বেশি না। আমরা এক পয়েন্ট পেয়েছি, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। গুরুত্বপুর্ণ অনেক খেলোয়াড়, স্টার্টার, তারা ছিল না। তবে এটা কোনো অযুহাত নয়।

তিনি আরও বলেন, আমরা আজকে দুই বা তিন ধাপ পিছিয়ে ছিলাম। আমি মানি, গোল না খাইনি এটাও ভাগ্যের ব্যাপার। এমনকি ড্র করাটাও এখানে ভাগ্যের ব্যাপার। আমরা আরও ভালো করতে পারতাম।

শিলংয়ের জওহারলাল নেহেরু স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে অন্যরকম উন্মাদনা ছিল। বাংলাদেশের পক্ষে এই ম্যাচে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। তিনি লাল-সবুজের জার্সিতে দারুণ প্রভাব রেখেছেন পুরো ম্যাচে। তবে একাধিক সুযোগ মিস করায়, বাংলাদেশের আফসোস কম নয়।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন