'মেসি থাকলে আরও দুই-তিনটি গোল হতো', বলছেন আলভারেজ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চার গোল তো নেহায়েত কম নয়। আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ মনে করছেন, তাদের দলনেতা লিওনেল মেসি যদি মাঠে থাকতো, তবে আরও দুই-তিনটি গোল দিতে পারতো তারা।
শুধু মেসি নয়, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালারা ছিলেন না আর্জেন্টিনা দলে। তবে মেসির না থাকা তো আলাদা এক খবরই বটে। তাই সেই ম্যাচ শেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আলভারেজ।
তিনি মনে করেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল দিতে পারতাম।‘
আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল বলছেন একই কথা। পল বলছেন, ‘আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায়, যখন ১০ নম্বর (মেসি) খেলে। সে তো সর্বকালের সেরা।‘
বিশ্বকাপ বাছাইয়ের উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ মিস করেছেন মেসি। কারণটা তার চোট। দুই ম্যাচেই জয়ী হয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। এরমধ্যে নিশ্চিত হয়ে গেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।
এমএইচ//