অর্থনীতি

রেমিট্যান্সে নতুন রেকর্ড, দেশে আসলো প্রায় ৩ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে বেড়েই চলেছে প্রবাসী আয় বা  রেমিট্যান্সের পরিমাণ। চলতি মাসের ( মার্চ) প্রথম ২৬ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার। নিদির্ষ্ট করে বললে এর পরিমান ২৯৫ কোটি ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হয় প্রায় ৩৬ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে আসছে প্রায় ১৩৮৪ কোটি টাকা।

দেশের ইতিহাসে এর আগে এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত ডিসেম্বরে প্রায় ২৬৪ কোটি ডলার। তথ্য বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়ে যায় প্রবাসী আয়ের পরিমাণ। একই সঙ্গে কমেছে হুন্ডি ও অর্থপাচার। আবার খোলাবাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন।

এদিকে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার। গেলো অর্থবছরে (২০২৩-২৪) প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছিলো ১ হাজার ৪৯৪ কোটি ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গেলো অর্থবছরের প্রথম আট মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৫৫ কোটি ডলার।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন