বিনোদন

সালমানের মন্তব্যে অপ্রস্তুত ক্যাটরিনা, সম্পর্কের টানাপোড়েন

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সালমান খান।  বলিউডে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে।  কিছুদিন ধরে তাদের সম্পর্কের ভাঙন নিয়ে অনেক কথা শোনা গেছে। তবে একসময় তাদের বিচ্ছেদ ছিল বেশ তিক্ত যা কখনোই লুকানো হয়নি।

সামাজিক মাধ্যম বিগ বসে একটি ঘটনা আবারও আলোচনায় এসেছে।  মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাটরিনা।  তখন তার সিনেমা ‘টিস মার খান’  মুক্তির অপেক্ষায় ছিল।  সালমান মজা করে ক্যাটরিনাকে প্রশ্ন করেছিলেন, 'এই সিনেমায় তোমার হিরো কে?' ক্যাটরিনা বলেছিলেন, 'অক্ষয় কুমার'।  সালমান তখন বলে বসেন , "অক্ষয় কুমার, সালমান খান সবাইকে পেরিয়ে এখন তুমি রণবীর কাপুরকে ধরেছ। আরও কত নিচে নামবে? এর চেয়েও ছোট কাউকে চাই'। 

সালমানের এমন মন্তব্যে ক্যাটরিনা কিছুটা অপ্রস্তুত হয়ে যান এবং লজ্জায় লাল হয়ে যান। তবেকোনো প্রতিক্রিয়া দেননি তিনি। 

যদিও সেই সময় তাদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন ছিল।  তবে বর্তমানে এখন আর তেমন নেই।  সময়ের সাথে সাথে তাদের সম্পর্কেও বরফ গলেছে। পরে ক্যাটরিনার সঙ্গে সিনেমায় জুটি বেঁধে কাজও  করেছেন সালমান।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন