বিনোদন

ঝলমলে চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা কাইফ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ছবি: সংগৃহীত

অভিনয়ে আগেই নিজের জাত চিনিয়েছেন বলিউড অভিনত্রী ক্যাটরিনা কাইফ। তবে শুধুমাত্র রুপালি পর্দায় নিজেকে আটকে রাখনেনি এই অভিনেত্রী, তৈরি করেছেন প্রসাধনী সংস্থাও।  অভিনয়ের পাশাপশি  ব্যবসাও চালিয়ে যাচ্ছেন সমানভাবে।  

এই  বিপুল ব্যস্ততার মাঝে ক্যাটরিনার  ঝলমলে চুলের নেপথ্যে কী রহস্য, তা নিয়ে চর্চার শেষ নেই। কীভাবে নিজের চুলের যত্ন নেন ক্যাটরিনা? তিনি কি নিজের প্রসাধনী সংস্থার প্রসাধনী ব্যবহার করেন? বিষয়গুলো জানতে নেটিজেনদের অনেকেই মুখিয়ে থাকেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে ক্যাটরিনা এসব প্রশ্নের জবাব দিয়েছেন। অভিনেত্রী জানান, চুলের যত্নে তার একমাত্র ভরসা শাশুড়ি মা। বিয়ের পর থেকে ভিকির মায়ের হাতে তৈরি এক বিশেষ প্যাক চুলে ব্যবহার করেন ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা জানিয়েছেন, তার ত্বক খুবই স্পর্শকাতর। ফলে যেকোনো প্রসাধনী ব্যবহার করতে পারেন না। ভেবেচিন্তে, যাচাই করে তবেই ত্বকে নানা প্রসাধন সামগ্রী ব্যবহার করতে হয়। তাই ত্বক এবং চুলের যত্নে ঘরোয়া পদ্ধতিতেই নির্ভরশীল হয়ে পড়েছেন।

সাক্ষাতকারে ক্যাটরিনা জানান, বিয়ের পরই ক্যাটরিনা তার চুলের যত্নের ভার তুলে দিয়েছেন শাশুড়ির হাতে। নায়িকা জানিয়েছেন, শাশুড়ি তার জন্য আমলকি, পেঁয়াজের রস এবং অ্যাভোকাডো দিয়েই এক বিশেষ তেল তৈরি করেন। সেই তেল নিয়মিত চুলে মাখেন ক্যাটরিনা। এই তেল নাকি এতটাই উপকারী যে, অন্য কোনো প্রসাধনী ব্যবহারের আর দরকার পড়ে না।  

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন