বিনোদন

সত্যিই কি মা হতে চলেছে ক্যাটরিনা !

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের সংসার ঘিরে ফের জোরালো হচ্ছে গুঞ্জন। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন ক্যাটরিনা। চলতি বছরের নভেম্বরেই প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন এই তারকা দম্পতি এমনই দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টের মাধ্যমে।

২০২১ সালের ডিসেম্বর মাসে রাজকীয় আয়োজনে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। প্রায় চার বছর হতে চলল তাদের দাম্পত্যজীবনের। বিয়ের শুরু থেকেই একাধিকবার ক্যাটরিনার গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে এলেও তা নিয়ে কখনোই নিশ্চিতভাবে কিছু জানাননি তারা। এবার কিন্তু সেই জল্পনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাওয়ার পর নতুন করে আলোচনার জন্ম নেয়। সেদিন তার পরনে ছিল ঢিলেঢালা সাদা রঙের কো-অর্ড সেট। পোশাকটি দেখে অনেক অনুরাগীই ধারণা করছেন, অভিনেত্রী হয়তো নিজের কিছু একটা ঢাকতে চাইছেন। শুধু তাই নয়, ক্যাটরিনার হাঁটার ধীর গতি এবং সতর্ক ভঙ্গিও সেই জল্পনাকে আরও জোরদার করেছে।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে লেখা “We are becoming three from two. November it is!” সেই পোস্টে ক্যাটরিনা ও ভিকির ছবি ব্যবহার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। না তারা পোস্টটি প্রত্যাখ্যান করেছেন, না-ই তা নিয়ে কোনও আপত্তি জানিয়েছেন।

উল্লেখ্য, গেল প্রায় দুই বছর ধরে বলিউডের বড় পর্দা থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা কাইফ। যদিও মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে, তবে চলচ্চিত্রে তার অনুপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। এর মধ্যেই ক্যাটরিনাকে বিভিন্ন তীর্থস্থানে যেতে দেখা গেছে যা তার ব্যক্তিগত জীবনে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

এর আগেও আম্বানিপুত্র অনন্ত আম্বানির বিয়েতে ক্যাটরিনার চলাফেরা ও পোশাক নিয়ে এমন গুঞ্জন শোনা গিয়েছিল।  তবে প্রতিবারের মতো এবারও তারা মুখে কুলুপ এঁটেছেন। ফলে এই তারকা দম্পতির পরিবারে নতুন অতিথির আগমন সত্যি কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন