বিনোদন

চুপিসারে কর্ণাটকের মন্দিরে ক্যাটরিনা কাইফ!

ক্যাটরিনা কাইফ ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে এখন রুপালি পর্দার তুলনায় ধর্মীয় রীতি-আচার পালনে মন্দিরেই বেশি দেখা যায়। কখনও উত্তর প্রদেশের মহাকুম্ভে আস্থার ডুব, আবার কখনও স্বামী-শাশুড়িকে নিয়ে মন্দিরে মন্দিরে পুজো। বিয়ের তিন বছরে একেবারে আদ্যোপান্ত ‘সংস্কারি বৌমা’ হয়ে উঠেছেন অভিনেত্রী।

মঙ্গলবারও (১১ মার্চ) ক্যাটরিনাকে দেখা গেল কর্ণাটকের জনপ্রিয় এক মন্দিরে পুজো দিতে।

ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলার কাদাবা তালুকের সুব্রমণ্য গ্রামের শ্রী সুব্রমণিয়াম মন্দিরটি বেশ জনপ্রিয়। প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান সারার এক মাস যেতে না যেতেই এবার এই  মন্দিরে পুজো দিতে দেখা গেল ভিকি ঘরণীকে। মাথায় ঘোমটা দিয়ে সব  রীতিনীতি মেনেই পুজো দিলেন অভিনেত্রী। একটি সূত্র মারফত ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আজও (বুধবার)অভিনেত্রীর কিছু পুজো সারা কথা রয়েছে।

এই মন্দিরে প্রতিদিনই শত শত পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। মঙ্গলবার সেখানেই চুপিসারে ‘সর্প সংস্কারা’ পুজো দিতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। অনেকে  বিশ্বাস করেন,  এই রীতিতে পুজো দিলে নাকি ভাগ্যের কালসর্প দোষ কেটে যায়।  

মঙ্গলবার দুপুরে শ্রী সুব্রমণিয়াম মন্দিরে পুজো দেওয়ার পর ঘোমটায় মুখ ঢেকে ‘অন্নদানম’ রীতিও পালন করেন সাবেক এই মডেল তারকা। তবে এদিন ক্যামেরা দেখেই নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। সাধারণত পাপারাজ্জিদের সামনে খোলামেলাভাবে হাসিমুখেই ধরা দেন ক্যাটরিনা। তবে ফটোশিকারিদের দেখে এদিন এড়িয়ে যান। কোনওরকম কথাও বলেননি।

লোকমুখে বিশ্বাস, পাঁচ  হাজার বছরের পুরনো এই মন্দিরে পূজো দিলে বিয়ে বা সন্তান জন্ম সংক্রান্ত সমস্ত বাধা দূর হয়ে যায়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। গেলো সপ্তাহে বলিউড অভিনেত্রী কঙ্কনা রানাওয়াতকেও এই মন্দিরে পুজো দিতে দেখা গেছে। তবে শুধু এই মন্দিরে নয়, কঙ্গনা কর্ণাটকের বেশ কয়েকটি মন্দিরেও দর্শন সারেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন