ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়ে বড় চমক দিলেন সালমান খান
বলিউডের চিরকুমার তিনি। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। একাধিক সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। বলিউডের প্রথম সারির কয়েক জন নায়িকার সঙ্গে জুড়ে রয়েছে তার নাম। সব সময়েই ব্যক্তিগত সম্পর্কের জন্য উঠে এসেছেন খবরের শিরোনামে। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি। তবে ৫৯ বছর বয়সেও ভাইজানকে নিয়ে আশাবাদী অনুরাগীরা। তাদের আশা, ঠিক মনের মানুষকে এক দিন বিয়ে করবেন সালমান। বিয়ে না করলেও, বরাবর প্রেমে থেকেছেন তিনি। তাই প্রেম দিবসেও অনুরাগীদের কৌতূহল ছিল, কী ভাবে এই বিশেষ দিনের উদ্যাপন করছেন তিনি? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন বলি তারকা।
তবে শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-তে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলকে চমকে দিলেন সালমান। প্রেমদিবসে ভাইজানের শুভেচ্ছা পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, কে তার ‘ভ্যালেন্টাইন’? ছবিতেই পুরো বিষয়টা খোলসা করে দিয়েছেন অভিনেতা।
সামাজিকমাধ্যমে নিজেই একটি ছবি ভাগ করে নিয়ে সালমান জানান দিয়েছেন, প্রেম দিবসে কী করেছেন তিনি। শোনা যায়, গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সালমান। ভাইজানের পরিবারের সমস্ত অনুষ্ঠানেও তাঁর দেখা পাওয়া যায়। কিন্তু প্রেম দিবসে ভাগ করে নেয়া ছবিতে নেই তিনি। রয়েছে শুধুই সালমানের পরিবার।
যেখানে দেখা গেল সপরিবারে একফ্রেমে ধরা দিয়েছেন তারা। সালমানের দুই বোন অর্পিতা, আলভিরার স্বামীরাও উপস্থিত সেই ফ্রেমে। তাই ক্যাপশনও কেতাদুরস্ত দিয়েছেন ভাইজান। লেখা- ‘অগ্নিহোত্রী, শর্মা এবং সব খানদের তরফে আপনাদের সকলকে শুভেচ্ছা।’ সেই সঙ্গেই ‘ফ্যামিলিন্টাইনস’ শব্দটি জুড়ে দিয়েছেন বলিউড সুপারস্টার। দেশের অন্যতম সেরা সুপারস্টার হওয়া সত্ত্বেও মা-বাবার সঙ্গে একবাড়িতে একঘরে থাকেন। ভাই-ভাইপো থেকে বোন-ভগ্নিপতি সকলের উন্নতিসাধনের নেপথ্যের কারিগর যে সলমন নিজে, সেটা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না। প্রেমদিবসেও তাই তিনি এগিয়ে রাখলেন পরিবারকেই। তিনপ্রজন্ম একফ্রেমে ধরা দিয়েছেন।
জেএইচ