দেশজুড়ে

পৃথক সড়ক দুর্ঘটনায় নানি-নাতনিসহ নিহত -৩

দিনাজপুরে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। এছাড়া জেলায় অপর এক দুর্ঘটনায় ট্রাক চাপায় সিয়াম(১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিব্বুল পৃথকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে রামডুবি এলাকা থেকে নার্গিস বেগম তার মেয়ে ও নাতনিকে নিয়ে অটোরিকশায় করে শহরের রামনগর হিরাহার বাসায় যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার দশমাইল মোড়ে একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তারা আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্গিস বেগম ও হুমায়রাকে মৃত ঘোষণা করেন। শিশু হুমায়রার মা হাসপাতালে চিকিৎসাধীন।

ফুলবাড়ি থানার ওসি জানান, একই দিন বিকেলে  ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল কিশোর সিয়ামকে (১৩) ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়লে একটি ট্রাক তাকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

নিহত সিয়াম ফুলবাড়ী উপজেলার পলিশিব নগর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন