জাতীয়

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের বিশ্ববিদ্যালয়

চীন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে দেশটির পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)।

স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সন্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করেন প্রধান উপদেষ্টা।

পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুরণদের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। এসময় চাকরির উপর নির্ভর না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানা তিনি।

চার দিনের চীন সফর শেষ করে আজ সন্ধ্যায় তার দেশে ফিরে আসার কথা রয়েছে। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন