মিয়ানমার ভূমিকম্প
উদ্ধারকর্মীরা কাজ করছেন খালি হাতে, নিহত ১৪৪

মিয়ানমারে দু দফা শক্তিশালী ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন ৭৩২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। তবে উদ্ধারকাজ পরিচালনার মত ভারী যন্ত্রপাতি স্থানীয় উদ্ধারকর্মীদের না থাকায় তারা একবারে খালি হাতেই উদ্ধারকাজ চালাচ্ছেন।
শনিবার (২৯ মার্চ) দেশটির সরকার প্রধান জেনারেল মিং অং হ্লাং এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।
প্রতিবেদন বলা হয়, নিহতদের মধ্যে ৯৬ জন মারা গেছেন নাইপিদোতে, ১৮ জন সাগাইং এ আর ৩০ জন নিহত হয়েছেন মান্দালয় অঞ্চলে।
স্থানীয় উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় অঞ্চলের অবস্থা বেশি খারাপ। সাধারণ মানুষ উদ্ধারকাজে অংশ নিয়েছে। ধ্বংসস্তুপ সরিয়ে জীবিত, মরদেহ কিংবা আহতদের বের করার মত কোন ভারি যন্ত্র নেই। তারা খালি হাতেই উদ্ধারকাজ চালাচ্ছেন।
ভেতরে আটকে পড়ারা বারবার সাহয্যের আবেদন জানাচ্ছেন।
এদিকে ভূমিকম্পের পর দেশটির জাতীয় ঐক্য সরকার আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে এ সাহায্য জান্তা সরকারের হতে না দিয়ে স্বাধীন, স্থানীয় এবং বিশ্বস্ত মাধ্যমে পাঠাতে বলেছেন তারা।
দেশটিতে কর্মকরত এক মানবিক সহায়তা কর্মী বিবিসিকে জানান, জান্তা সরকারের কড়া বিধিনিষেধ থাকার জন্য মানবিক কর্মকান্ড চালানো খুবই কঠিন। তাদের প্রতিটি কর্মকান্ডের জন্য সরকারের অনুমোদনের দরকার হয়। আবার অনুমোদন থাকলেও তারা সব কাজ করতে পারেন না।
তিনি আরও জানান, তাদের এ কাজগুলো মাঝেমধ্যে লুকিয়ে করতে হয়। ধরা পড়লে গ্রেপ্তার ও কারাভোগের ঝুকিও রয়েছে। তবে দেশটির জান্তা সরকারের আন্তর্জাতিক সহায়তা চাওয়াকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুর ১২ টা ২০ এ শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে মিয়ানমার। এতে মারত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রতিবেশি থাইল্যান্ড।
আই/এ