মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়ালো

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২০৫৬ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৯০০ জনে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৭০ জন। মিয়ানমারের জান্তা সরকারের বরাতে সোমবার (৩১ মার্চ) এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার দুপুরে ৭.৭ এবং ৬.৪ মাত্রার শক্তিশালী দু’টি ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।
এনএস/