অর্জুন পর্ব শেষ, এবার সাবেক ক্রিকেটারের প্রেমে মালাইকা!

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় এক ছাদের নিচে বসবাস করার পর গেলো বছর সম্পর্কে ইতি টানেন বলিউডের ‘পাওয়ার ফুল জুটি’ মালাইকা অরোরা ও অর্জুন কাপুর।
তাদের বিচ্ছেদ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বলিপাড়ার একাংশ মনে করেন, অভিনেতা অর্জুন কাপুরের জন্যই নাকি আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান মালাইকা অরোরা।
বিচ্ছেদ নিয়ে এখনও খোলাখুলি কোনও কথা বলেননি বলিউডের অন্যতম প্রধান এই আইটেম গার্ল।
তবে গেলো বছরের অক্টোবরে এক অনুষ্ঠানে গিয়ে জনসমক্ষে অর্জুন কাপুর জানিয়েছিলেন, তিনি ‘সিঙ্গল’।
অবশ্য মালাইকা-অর্জুনের মধ্যে সৌজন্যের সম্পর্ক বজায় রয়েছে।
প্রেম ভাঙার পর থেকেই যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন অভিনেত্রী।
যদিও এর মাঝেই কি নতুন প্রেম মালাইকার জীবনে? অভিনেতা নন, এবার কি ক্রিকেট তারকার প্রেমে পড়লেন অভিনেত্রী? বলি ও নেটপাড়ায় এমনই জল্পনা চলছে।
নেটিজেনদের অনেকেই বলছেন, ‘শেষমেশ ক্রিকেট পাড়ায় মজলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা!
অর্জুন কাপুরের সাথে বিচ্ছেদের পর এখন বয়সে ছোট প্রাক্তন ক্রিকেটারকে ডেট করছেন অভিনেত্রী? তলে তলে এতকিছু?’
রোববার ভারতের গুয়াহাটিতে বর্ষপাড়া স্টেডিয়ামে চেন্নাই বনাম রাজস্থানের হাইভোল্টেজ ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা।
ম্যাচ চলাকালীন অভিনেত্রীর পাশেই বসেছিলেন রাজস্থানের ক্রিকেট কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
দুই পরিচিত মুখকে পাশাপাশি বসে দলের হয়ে চিয়ার আপ করতেও দেখা গিয়েছে।
সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের গরম হাওয়া বইছে নেটপাড়ায়।
নেট দুনিয়ার অনেকেই প্রাক্তন লঙ্কান তারকার সাথে অভিনেত্রীকে স্টেডিয়ামে বসে থাকতে দেখে প্রশ্ন তুলছেন, ‘তাহলে কি অর্জুনের পর এবার সাঙ্গাকারার প্রেমে মজলেন আরোরা?’ কেউ আবার লিখেছেন, ‘আর কত? এবার কি ক্রিকেট জগতে পা রাখলেন?’
নেট নাগরিকদের অধিকাংশই, অর্জুন কাপুরের প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন, ‘অর্জুন থাকাকালীনই কি এইসব করতেন?’
রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে মাঠে এসেছিলেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল সেই দলেরই জার্সি। তাঁর সঙ্গে ছিলেন এই দলের প্রাক্তন হেড কোচ এবং বর্তমানে সেই দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গকারা। দু’জনকে একসঙ্গে দেখে জল্পনা উস্কেছে নেটপাড়ায়।
পাশাপাশি বসে উপভোগ করার সময় তাদের মধ্যে কী কথা হলো তা জানতে উৎসুক নেটপাড়ার বাসিন্দারা। ম্যাচের গতি বৃদ্ধির সঙ্গে অভিব্যক্তি বদলাতে থাকে মালাইকার মুখে।
অতীতে বেশির ভাগ সময় মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল মালাইকাকে। এ বার তাঁর সঙ্গে রাজস্থান রয়্যালের যোগসূত্র খোঁজার চেষ্টায় নেটাগরিকেরা।
সব মিলিয়ে রোববার(৩০ মার্চ) ম্যাচে চেন্নাইয়ের পরাজয়ের পাশাপাশি বলিউড অভিনেত্রী মালাইকার জীবন নিয়েও কার্যত ছেলে খেলা চলছে, নেট জগতে।
প্রসঙ্গত, অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল, ভিজে (ভিডিও জকি) এবং টেলিভিশন ব্যক্তিত্ব সব শাখাতেই মালাইকা আরোরার শক্তিশালী উপস্থিতি রয়েছে।
ভারতে এমটিভি চালু হবার পর তিনি ছিলেন চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি বা ভিজে। পরে ভারতে একজন আকর্ষনীয় মডেল ও উপস্থাপিকায় পরিনত হন।
১৯৯৮ সালের ‘দিল সে’ চলচ্চিত্রে ‘ছাইয়া ছাইয়া’ এর মতো গানে আইটেম গার্ল হিসেবে তুখোড় পারফরমেন্স করেন। আরবাজ খান প্রযোজিত দাবাং ছবিতে ‘মুন্নি বদনাম হুই’ আইটেম গানে অভিনয় করেছিলেনি।
এই সিনেমায় ১২৩৫ জনকে নিয়ে ‘মুন্নি বদনাম’ গানে নৃত্য পরিবেশনে নেতৃত্ব দেন যেটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছিল।
কেরিয়ারে সাফল্যের ঝুড়ি ভারি হলেও নানা ঘাত-প্রতিঘাত এসেছে ব্যক্তিজীবনে।
স্বামী আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান মালাইকা অরোরা।
পরবর্তীতে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে এই জুটিকে।
কিন্তু সব সমালোচনা, কটাক্ষকে তাঁরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন যেন। যদিও অর্জুনের সঙ্গেও প্রেমটা টেকাতে পারেননি মালাইকা।
পরবর্তীতে ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়কে মন দিয়েছেন বলে বলিউড পাড়ায় গুঞ্জন ওঠে। এক কনসার্ট থেকে এই গুঞ্জনের ধোঁয়া উড়তে শুরু করে।
এপি ধিলোঁর কনসার্ট থেকে মালাইকা আর রাহুল বিজয়ের সম্পর্ক ঘিরে বিটাউনে নানা মুখরোচক খবর উড়ে বেড়াচ্ছে।
গুঞ্জন, মালাইকা নতুন প্রেমিকের সঙ্গে এপি ধিলোঁর কনসার্টে গিয়েছিলেন। কিছুদিন পর অবশ্য ওই গুঞ্জন আর শোনা যায়নি।
এবার ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে নিয়ে গুঞ্জন তৈরি হলো।
এমআর//