সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৌদি আরবে কর্মরত বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সংগঠন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী রিয়াদের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সোহরাব হোসেন লিটন।
সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও রুস্তম খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটি,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া, আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি সেলিম উদ্দিন দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ লিটন , দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু , প্রচার সম্পাদক শিহাব শাহিন ও সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদসহ অনেকে।
আলোচনা সভায় পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার তাৎপর্য ও সৌদি প্রবাসীদের একতা ও সংহতির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকরা দেশ ও প্রবাসীদের মাঝে সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরে ইফতারের আগে প্রবাসীদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমআর//