বিমসটেক সম্মেলন
ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান মিয়ানমারের জান্তা প্রধান

বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে চেষ্টা চালাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখল করেন মিন অং হ্লেইং। এর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার অভিযোগে গেলো বছর আসিয়ানের শীর্ষ সম্মলনে যোগ দিতে দেয়া হয়নি মিন অং হ্লেইংকে।
এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সংগঠনটির সদস্যভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা।
মিয়ানমারের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনটি সূত্রের একটি রয়টার্সকে জানিয়েছে, তারা বিমসটেকভুক্ত দেশগুলোর নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিন অং হ্লেইংয়ের বৈঠকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভারত সরকারের একটি সূত্র বলছে, নরেন্দ্র মোদির সঙ্গে জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের বৈঠকের জন্য এরই মধ্যে মিয়ানমারের কর্মকর্তারা দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে। তবে ভারত এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।
এই বিষয়ে মন্তব্যের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাড়া দেয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
অন্যদিকে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং বিমসটেক সম্মেলনে যোগ দিবেন কি না সাংবাদিকের এমন প্রশ্নে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিমসটেকভুক্ত সদস্য দেশগুলোর সব নেতাই সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএস/