প্রথম মৌসুমের রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে হয়েছিলো ব্যপক সমালোচনা। তবে মৌসুমের শেষদিকে এসে নিজেকে প্রমাণ করলেন ফরাসি এই তারকা।
গতকাল রাতে লেগানেসের বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটির মাধ্যমে প্রথম মৌসুম শেষ হওয়ার আগেই গোলের দিক থেকে এমবাপ্পে ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।
রিয়ালের হয়ে নিজেদের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো। ৪৪ ম্যাচে এমবাপ্পের গোলও এখন ৩৩। সামনের ম্যাচগুলো দিয়ে নিশ্চিতভাবেই পর্তুগিজ তারকাকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে।
রোনালদোকে ছোঁয়ার প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেছেন, ‘এটা খুব বিশেষ কিছু। রোনালদোর সমান গোলসংখ্যা হওয়াটা সব সময় ভালো কিছু। আমরা জানি, রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য রোনালদো আসলে কী! আমাদের কথা হয়, সে আমাকে অনেক পরামর্শ দেয়। সে অনেক গোল করেছে। তবে আমাদের শিরোপাও জিততে হবে।’