জাতীয়

তিস্তা প্রকল্প নিয়ে চীন ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে

দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার চীন সফরে সে দেশের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে চীনের পানি বিশেষজ্ঞ সবাই ছিলেন। তিনি আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির চাহিদা নিরসন নিয়ে বিশদ আলোচনা করেন। চীনারা বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে আছে নদীর পানি সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়। তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এই কাজে বাংলাদেশ চীনা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির আগ্রহ ব্যক্ত করেছে

হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন,  প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে চীনা প্রতিষ্ঠানগুলো, যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন এ জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জানিয়েছেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন।

তিনি আরও বলেন,  বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট তার নোটের বাইরে গিয়ে ক্ষুদ্র ঋণ নিয়ে লেখাপড়ার কথা এবং প্রয়োগের কথা স্মরণ করেছেন। প্রধান উপদেষ্টার দর্শন তিনি গ্রহণ করে প্রয়োগ করেছেন সেটা শুনে সবাই আপ্লুত হয়েছেরোহিঙ্গাদের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে বলেছে, প্রত্যাবর্তনে চীন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে।

ব্রিফিংকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন