খালেদা জিয়ার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি
সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন: তারেক রহমান

দেশবাসী ও বিএনপি নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার(৩০ মার্চ) দিবাগত রাতে নিজের সোশ্যাল হ্যান্ডল এক্সে দেওয়া এক পোস্টে তিনি শুভেচ্ছা জানানোসহ জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
নিজের মা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ আট বছর পর ঈদুল ফিতর উদযাপন করেছেন তারেক রহমান। লন্ডনে নিজের বাসায় মায়ের পাশাপাশি স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানের সঙ্গে ঈদের আনন্দ শেয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
রোববার (৩০ মার্চ)ঈদের দিনে আনন্দঘন মুহুর্তের পারিবারিক ছবি নিজের সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেন তারেক রহমান। বাংলাদেশ সময় রোববার রাত ৮টা ৪৯ মিনিটে ঈদের দিনে আনন্দঘন মুহূর্তের একটি ছবি পোস্ট করে তিনি দেশের জনগণ. বিএনপির নেতাকর্মী ও মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সোশ্যাল হ্যান্ডল এক্সে তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশের নিপীড়িত মানুষ সতেরো বছর ধরে এমন একটি দিনের অপেক্ষায় ছিল, যখন তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে। এমন একটি দিনের অপেক্ষায় ছিল যেখানে স্বৈরশাসনের শৃঙ্খল তাদের কণ্ঠরোধ করতে পারবে না। ২০২৪ সালে সেই প্রার্থনার উত্তর মিলেছে। এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে, যেখানে দুই হাজারেরও বেশি মানুষ আত্মত্যাগ করেছে, বাংলাদেশ স্বৈরতন্ত্রের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘প্রায় দুই দশক পর আমরা পবিত্র রমজান শেষে ঈদ উদযাপন করছি এক স্বাধীন বাংলাদেশে, যেখানে স্বৈরশাসনের কোনো অস্তিত্ব নেই। এই পবিত্র দিনে আমি স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া শহীদদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।একইসঙ্গে স্বাধীনতার জন্য লড়াইয়ের ক্ষত বহনকারী আহত ও নিপীড়িত মানুষের জন্যও প্রার্থনা করছি।’
তারেক রহমান বলেন, ‘এই ঈদ শুধু আনন্দের নয়, এটি জাতির ঐক্যের প্রতীক। বিএনপির আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতা-কর্মীদের আহ্বান জানাই—আমাদের এই প্রথম স্বৈরতন্ত্রমুক্ত ঈদের আনন্দ যেন আমরা যারা আপনজন হারিয়েছে কিংবা গুরুতর আহত হয়েছে সেইসব পরিবারের সঙ্গে ভাগ করে নিই।’
সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুঃস্থদের সহায়তা ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিশ্চিত করুন, যেন অর্থের অভাব কোনো মানুষকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না করে।’
পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষের ভ্রমণ সহজলভ্য করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি অতিরিক্ত ভাড়া না নেওয়ার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আমার অনুরোধ, তারা যেন অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকেন, যাতে ঘরমুখো মানুষজন সহজেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে—ঈদের আনন্দ উদযাপনের মাঝেও আমাদের সতর্ক থাকতে হবে। অতীতের অশুভ শক্তিগুলো এখনো আমাদের অর্জিত শান্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই, আমি সবাইকে আহ্বান জানাই—সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, যাতে ঈদের ছুটির সুযোগ নিয়ে কেউ আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারে।’
পোস্টের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি আমাদের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, তারা যেন ঈদের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখেন, যাতে কোনো বিশৃঙ্খলাকারী জনগণের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে। এই স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক শান্তি, ঐক্য ও আনন্দের প্রতীক। মহান আল্লাহর নিকট এই প্রার্থণা রইলো।’
এমআর//