বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত এপ্রিলেই জানাবেন সামিত সোম

ইংল্যান্ড থেকে হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর আরও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের অন্যতম হলেন কানাডায় খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম।
বাফুফে ইতোমধ্যে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সামিত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় চেয়েছেন।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘আমরা সামিত সোমের সঙ্গে যোগাযোগ করেছি এবং বাংলাদেশ দলে খেলার বিষয়ে তার আগ্রহ জানতে চেয়েছি। তিনি কোচ ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং দুই সপ্তাহের মধ্যে আমাদের জানাবেন।’
সামিত সোম কানাডার যুব দল ও জাতীয় দলে খেলেছেন। এর আগে বাংলাদেশ দলে খেলার বিষয়ে আগ্রহ দেখাননি তিনি। তবে হামজা চৌধুরীর বাংলাদেশে আসার পর তার মত পরিবর্তন হতে পারে বলে মনে করছে বাফুফে।