খেলাধুলা

বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী সামিত সোম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সামিত সোম। দুই সপ্তাহ সময় নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছেন তিনি। সামিত কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির হয়ে খেলেন।

শুক্রবার (১১ এপ্রিল) দেশের জার্সিতে সামিতের খেলার নিশ্চয়তার খবরটি নিশ্চিত করে বাফুফে।

জানা যায়, আগামী রোববার থেকে সামিতের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কত দিন লাগবে এসব জানতে চেয়েছে সে।’

সামিতের বয়স ২৭ বছর। তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, মা-বাবা দুজনেই বাংলাদেশি। কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৬ সালে ৭টি এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। এরপর ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন ২ টি ম্যাচ।

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়, আগামী ১০ জুন। এই ম্যাচের আগেই সামিতের কাগজপত্র ও পাসপোর্ট ঠিকঠাক করে ফেলতে চায় বাফুফে। ফেডারেশন আশা করছে, এই ম্যাচে সামিতের অভিষেক হবে লাল-সবুজের জার্সিতে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন