মেট গালায় হাঁটবেন শাহরুখ! প্রথম ভারতীয় পুরুষ গড়বেন ইতিহাস

ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। যদিও ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট এদেশে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে অবশ্য দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। এবার বলিউডে জব্বর খবর, প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ খান। ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত।
বাদশা যদিও এমন জল্পনায় কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ‘ডায়েট সব্য’র পোস্টে ‘কেয়ারলেস সাজপোশাকে’র উল্লেখ থাকায় অনেকে আবার রণবীর সিংয়ের কথাও ভাবছেন। প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে।
এই বছরের থিম সুপারফাইন টেলরিং ব্ল্যাক স্টাইল, এটি মনিকা এল মিলারের ২০০৯ সালে মুক্তি পাওয়া বই স্লেভস টু ফ্যাশনের থেকে অনুপ্রাণিত হয়ে ঠিক করা হয়েছে।
জানা গেছে শাহরুখ খান নাকি মেট গালায় অভিষেকের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তিনি এই প্রজন্মের সব থেকে বড় ডিজাইনারের পোশাক পরে হাঁটবেন মেট গালায়। আর কানাঘুষোয় শোনা যাচ্ছে সেই ব্যক্তি আর কেউ নন সব্যসাচী।
এছাড়া কিয়ারা আডবানিও মেট গালায় এই বছর প্রথম অংশ নেবেন বলেই শোনা গিয়েছে। আর এমন চর্চা শুরু হয়েছে ডায়েট সব্য নামক এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট দেখে। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে ইতিহাস তৈরির পথে নাকি বলিউড।
জেএইচ