বিনোদন

বলিউডে আসছেন না কাজল কন্যা, জানালো ভবিষ্যৎ কল্পনা

ছবি: সংগৃহীত

বলিউডে যখন তারকাদের সন্তানরা একের পর এক রুপালি পর্দায় পা রাখছেন, সেই সময়ে একটু অন্যরকম পথ বেছে নিয়েছেন কাজল ও অজয় দেবগনের মেয়ে নিসা দেবগণ। বহুদিন ধরেই নিসার বলিউডে অভিষেক নিয়ে কানাঘুষো চললেও, এবার নিজের মুখেই জল্পনার ইতি টানলেন কাজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কাজল স্পষ্ট করে বলেন, ‘নিসা এখনই অভিনয়ে নামতে আগ্রহী নয়। ওর বয়স ২২, নিজের সিদ্ধান্ত ও নিজেই নিচ্ছে।’

অন্যদিকে, সাইফ আলী খানের মেয়ে সারা, আমির খানের ছেলে জুনায়েদ কিংবা শাহরুখ খানের মেয়ে সুহানা যখন একে একে অভিনয়ে নামছেন, তখন নিসার এই বিরতি কিছুটা ব্যতিক্রমই বলা যায়। তবে ভবিষ্যতে সে সিনেমায় আসবে কি না, সে প্রশ্নে মন্তব্য করতে নারাজ কাজল।

এই সাক্ষাৎকারে মেয়ের রূপচর্চার জন্য অস্ত্রোপচারের বিষয় নিয়ে কথা বলেন কাজল। কাজলের মতে, ‘কে কী বলবে, তা নিয়ে মাথা ঘামানো ঠিক নয়। কেউ বলবে নাক বদলাও, কেউ বলবে গায়ের রং বদলাও। কিন্তু আসল বিষয়টা হলো নিজের আত্মবিশ্বাস।’

তিনি জানান, ‘অস্ত্রোপচার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলে চাইলে অস্ত্রোপচার  করতে পারে, কেউ না করলেও ঠিক আছে।‘ কিন্তু সেটা যেন নিজের ইচ্ছাতেই হয়, বলেন কাজল।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন