সপ্তাহের সেরা খেলোয়াড় হলেন বাংলাদেশের সামিত

বাংলাদেশের হয়ে খেলতে আর সামিত সোমের বাধা নেই। কানাডার প্রিমিয়ার লিগে দারুণ আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। যেদিন কাভালরির হয়ে শেষ ম্যাচটা খেলেছেন, তখনো বাংলাদেশের ফুটবলার ছিলেন না তিনি। তবে সেই ম্যাচের স্বীকৃতি তিনি পেলেন, যখন তিনি একজন বাংলাদেশি ফুটবলার।
কানাডিয়ান প্রিমিয়ার লিগের এই সপ্তাহের লিগের সেরা একাদশে জায়গা পেয়েছেন সামিত।
অধিনায়কের আর্মব্যান্ড পরেই সামিত সবশেষ ম্যাচে নেমেছিলেন কাভালরির হয়ে। সেদিন ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় কাভালরি। এই জয়ের দিনে মাঠে দুর্দান্ত ছিলেন সামিত। এমন নয় যে তার কাছ থেকে দল গোল বা অ্যাসিস্ট পেয়েছে, তবে যারা দেখেছেন ম্যাচটি তারা বলতে পারবেন সামিতের প্রভাব।
সামিত ছাড়াও কাভালরির আরও ৩ তারকা আছেন এই একাদশে। ইয়র্কের বিপক্ষে ম্যাচের দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি ও ফ্রেজার এয়ার্ড। এছাড়াও আছেন সামিতের মিডফিল্ড পার্টনার সার্জিও কামার্গো।
এমএইচ//