আন্তর্জাতিক

ঈদের দিনেও রক্তাক্ত গাজা, ইসরাইলি বিমান হামলায় নিহত ৬৪

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থেমে থাকেনি ইসরাইলের নারকীয় তাণ্ডব। রোববার একটি রক্তাক্ত বিষাদময় ঈদের দিন কাটলো গাজাবাসীদের। যুদ্ধবিধ্বস্ত ও অনাহারক্লিষ্ট গাজাবাসী পুরো মাস খেয়ে না খেয়ে রোজা পালন শেষে ঈদ উদযাপনের প্রস্তুতি নেয়ার আগেই রোববার ভোর থেকেই  তাদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। তাদের হামলায় অন্তত নারী ও শিশুসহ ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়,   স্থানীয় সময় রোববার ভোর থেকে সারারাত ধরে গাজায়  ইসরাইলি অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বর্বর হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ১৪ হাজার ৯৫ জন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস প্রায় দুই মাস আগে মৃতের সংখ্যার তথ্য হালনাগাদ করেছে। তাদের সবশেষ হিসাব অনুযায়ী, গাজায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬১ হাজার ৭০০ জনে। হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। এসব মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন