গাজায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরদার করার পাশাপাশি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গ্যালো রোববার ইসরাইলি মন্ত্র্রিসভার এক বৈঠকের শুরুতে নেতানিয়াহু এ ঘোষণা দেন।
মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় নতুন অস্ত্রবিরতির প্রস্তাবটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গ্রহণ করলেও উল্টো গাজায় ইসরাইলি আগ্রাসন আরও তীব্র করার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন,হামাসের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপের সমন্বয়ই বন্দিদের উদ্ধারের একমাত্র উপায়।
যুদ্ধবাজ প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ট্রাম্পের স্বেচ্ছামূলক অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করবো। এটি আমাদের কৌশল এবং আমরা যেকোনো সময় এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
এমআর//