জাতীয়

ইউনূস-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী : পররাষ্ট্র সচিব

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হতে যাওয়া বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ

বুধবার (২ এপ্রিল) থাইল্যান্ডে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন

তিনি জানান,  আগামীকাল বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানও একই আশাবাদ ব্যক্ত করে বলেছেন,  বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। বাংলাদেশ আশা করছে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

রাজধানীর ফরেস সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন