বাংলাদেশ

ইউনূস-মোদির বৈঠক হচ্ছে ব্যাংককে

বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দির মধ্যে বৈঠক হবে । বাংলাদেশের রাজনৈ‌তিক পটপ‌রিবর্তনের পর তাদের মধ্যে এটিই হবে প্রথম বৈঠক।

বুধবার (২ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মো‌দির মধ্যে শুক্রবার এই বৈঠক হবে।   

এর আগে, বুধবার এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর বলেন, নরেন্দ্র মো‌দির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করা হয়েছে। সংগত কারণে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন