আন্তর্জাতিক

ইসরাইলি বর্বর হামলায় গাজায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ছবি: বিবিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গেলো ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত। এ নিয়ে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে সোমবার (৭ এপ্রিল) ভোর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, গেলো ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি বানচাল করে দখলদার ইসরাইলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে প্রায় ১৪০০ ফিলিস্তিনি হত্যা করেছে। এসময় অন্তত ৪ লাখ পরিবার বাস্তুচ্যুত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতে জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি আক্রমণে আহত হওয়া আরও ১৩৭ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেনা।

জাতিসংঘের তথ্য অনুসারে, দখলদার ইসরাইলের বর্বর আক্রমণের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন