‘মান্নাত’ ছেড়ে শাহরুখের নতুন বাড়িতে আগমন

বলিউডের বাদশাহ শাহরুখ খান। প্রায় দীর্ঘ বছর মুম্বাইয়ের প্রখ্যাত ‘মান্নাত’ বাড়িতে থাকার পর বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়িতে উঠার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটির সংস্কারের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার থেকে ‘মান্নাত’এর সংস্কার কাজ শুরু হয়েছে। বর্তমানে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল চারতলা ভাড়া বাড়িতে উঠেছেন তারা। নতুন বাড়িটির আয়তন ১০,৫০০ বর্গফুট, যা ‘মান্নাত’এর আয়তনের প্রায় অর্ধেক। যতদিন না কাজ সম্পূর্ণ হবে , ততদিন পর্যন্ত তিনি এবং তার পরিবারসহ নতুন বাড়িতে থাকবেন।
শাহরুখ খান তার ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে ভাড়া বাড়িতে প্রবেশ করেছেন। এই চারতলা ভাড়া বাড়িটির জন্য প্রতি মাসে ২৪ লাখ রুপি গুণতে হবে তাকে।
জানা গেছে, নতুন বাড়িটি প্রযোজক জ্যাকি ভাগনানি ও তার বোন দীপশিখা দেশমুখ এর বাবা বাশু ভাগনানির মালিকানাধীন।
তবে বলিউড ভক্তদের কাছে ‘মান্নাত’ ছিল শাহরুখ খানের ব্যক্তিগত ও পেশাদার জীবনের প্রতীক এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু শাহরুখ এমন পরিবর্তন ভক্তদের কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এসকে//