আন্তর্জাতিক

চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা চীনের শুল্কনীতি পরিবর্তন না করলে ওয়াশিংটন আরও ৫০ শতাংশ শুল্কারোপ করবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল)ট্রাম্প এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, মঙ্গলবারের মধ্যে বেইজিং শুল্ক না কমালে অচিরেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনা পণ্যে মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপ থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির জেরে সারা বিশ্বে শেয়ারবাজারে পতন নেমে এসেছে। ট্রাম্প চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। পালটা চীনও যুক্তরাষ্ট্রের ওপর ৩৪ শতাংশ শুল্কারোপ করে।

এর আগে বেইজিং ঘোষণা করেছিল, আমেরিকার পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে ১০ এপ্রিল থেকে। তার আগেই ট্রাম্প এই হুমকি দিয়েছেন।

ফলে বিশ্বের দুই বড় অর্থনৈতিক দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করতে চলেছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন