চৈত্রের তাপে তপ্ত দেশ, লঘুচাপে বৃষ্টির সম্ভাবনা

চৈত্রের শেষ প্রান্তে এসে প্রকৃতি যেন আগুন ঝরাতে শুরু করেছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বাতাসে নেই একটুও স্বস্তি। তারই মাঝে দেশের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই লঘুচাপ আগামীকাল (০৮ এপ্রিল) পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। ধীরে ধীরে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক পূর্বাভাসে জানান, লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বর্তমানে ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এসি//