ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, পোস্টকারীসহ আটক ১৪

সিলেটে বাটার শোরুমে হামলার পর লুট করা জুতা ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করে বিক্রির চেষ্টাকারী মামুনুল হকসহ ১৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে এদের আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।
ওসি জিয়াউল হক বলেন, গতকাল ইসরায়েলবিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারীরা। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিদেশী ব্যবস্থা প্রতিষ্ঠানকে ইসরাইলি প্রতিষ্ঠান ঘোষণা করে হামলা ও লুটপাট চালায় একদল দুষ্কৃতকারী।
এমএ//