জনসমুদ্রে রূপ নিয়েছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ
সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভাকে ঘিরে সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই মাঠে আসতে শুরু করেন। অনেকেই হাতে দলীয় পতাকা, ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার–ফেস্টুন নিয়ে উপস্থিত হন।
এর আগে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। ভোরের পর থেকে মানুষের ঢল নামায় পুরো আলিয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে।
দলীয় নেতারা জানান, এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে আসন্ন নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের সফর ও জনসভাকে ঘিরে নগরজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
এমএ//