আন্তর্জাতিক

পাকিস্তানের শপিংমলে আগুনে নিহত বেড়ে ৬০, চলছে উদ্ধার অভিযান

পাকিস্তানের করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনের বেশি হয়েছে। আগুন লাগার পাঁচ দিন পরও ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। এখনও উদ্ধারকারী দল ভবনের ভেতরে আটকে পড়া মরদেহ খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, গেল শনিবার (১৭ জানুয়ারি) রাতে এম এ জিন্নাহ রোডের গুল প্লাজায় আগুনের সূত্রপাত হয়। টানা ২৪ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে রোববার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে সোমবার ধ্বংসস্তূপ থেকে আবার ধোঁয়া ও আগুন দেখা দিলে দমকল বাহিনীকে নতুন করে অভিযান করে।

তিনতলা বিশিষ্ট এই শপিং কমপ্লেক্সটিতে প্রায় ১ হাজার ২০০টি দোকান ছিল, যার আয়তন প্রায় ৮ হাজার বর্গগজ। আগুনের তীব্রতায় ভবনের একাধিক অংশ ধসে পড়ে, ফলে উদ্ধারকাজ আরও জটিল হয়ে ওঠে।

রেসকিউ ১১২২-এর আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দল ভারী যন্ত্রপাতি, কাটার এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করে রাতভর ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে।

বুধবার উদ্ধারকর্মীরা একটি পুড়ে যাওয়া দোকান থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করেন। করাচি দক্ষিণ অঞ্চলের উপ-মহানির্দেশক সৈয়দ আসাদ রেজা জানান, মেজানাইন ফ্লোরে অবস্থিত ‘দুবাই ক্রোকারি’ নামের একটি দোকান থেকেই মরদেহগুলো পাওয়া গেছে।

উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন