দেশজুড়ে

নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে নিখোঁজের দুই দিন পর মিরাজুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চন্তপুর এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে পরিবারের সদস্যদের খবর দিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল)  চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,  গোসল করতে গিয়ে গত রোববার (৬ এপ্রিল) বিকেলে মিরাজুল ইসলাম নদীতে নামেন। সবার অগোচরে নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। পরিবার এবং স্থানীয়রা তাকে উদ্ধার করতে কয়েক ঘণ্টা চেষ্টা চালান। তবে সেদিন তার সন্ধান মেলেনি। সোমবার (৭ এপ্রিল) ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নদীতে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে পায় নি।

ইউএনও মোস্তাফিজুর রহমান  জানান, আজ সকালে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের ছেলে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন