আন্তর্জাতিক

পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক শিক্ষার্থীর মার্কিন ভিসা বাতিল

ছবি: সংগৃহীত

পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে  ইসরাইলিদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন।

গেলো শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এ তথ্য প্রকাশ করেছেন।

ভিসা বাতিল হওয়া বাংলাদেশি পাঁচ জন শিক্ষার্থীর মধ্যে ২ জনের বাড়ি সিলেট জেলায়, অন্য ২ জন ঢাকা ও ১ জন বগুড়া জেলার। এ তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতির আওতায় এখন থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম কঠোরভাবে পর্যালোচনা করা হবে। 

প্রতিবেদনে আরও বলা হয়, গেলো ২৫ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক নির্দেশনায় কূটনীতিকদের ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন