মানবতাবিরোধী অপরাধ মামলা
ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ, ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মিছিলে গুলি চালানোর অভিযোগে যুবলীগ কর্মী মো. ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, জুলাই-আগস্টে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলার নির্ধারিত তারিখ ছিল আজ। সেখানে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আসামি। তাকে একদিনের জন্য ইন্টারোগেশন (জিজ্ঞাসাবাদ) করতে সময় চাওয়া হয়েছে। আসছে ১৬ এপ্রিল সময় দিয়েছেন আদালত।
তাজুল ইসলাম আরও জানান, অভিযুক্ত ফিরোজকে আজ আদালতে হাজির করা হলে সরাসরি মিছিলে গুলি চালানোর প্রমাণের ভিত্তিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার তদন্তে এখন পর্যন্ত ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার তথ্য মিলেছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্তদের বাইরে আরও বেশ কয়েকজনের সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে বলেও জানান তিনি।
তাজুল ইসলাম জানান, তদন্ত কার্যক্রম যথাযথভাবে চালিয়ে নিতে আদালত আরও তিন মাস সময় দিয়েছে। তদন্ত সংস্থা আসামিদের চিহ্নিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এমএ//