১৯ লাখ পরীক্ষার্থীর জন্য মাউশির কঠোর প্রস্তুতি

আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে । যেখানে অংশগ্রহণ করবেন প্রায় ১৯ লাখ ২৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত বুধবার (১৯ মার্চ) একটি স্মারকপত্র পাঠিয়েছে। ওই স্মারকপত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া মাউশির স্মারকপত্রে আরও জানানো হয়েছে যে, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সহায়তা ও তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে পরীক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩,৭৪৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, যার মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৯০ হাজার ১৪২, মাদরাসা বোর্ডের ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডের ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছে।
এসএসসি পরীক্ষার সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মাউশি সকল সংশ্লিষ্টদের প্রতি তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছে।
এসকে//