বিনোদন

ওমানের সৈকতে রাশমিকার জন্মদিনে কে ছিল তার সঙ্গী?

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ।  সম্প্রতি ওমানে জন্মদিন উদযাপন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোর মাধ্যমে তিনি তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেবীন জন্মদিনের আনন্দ।  সুইমিং পুলে খাবার উপভোগ করার ছবি থেকে শুরু করে সৈকতের শান্তিপূর্ণ মুহূর্তের ছবিও শেয়ার করেন তিনি

তবে রাশমিকার পোস্টের একদিন পর দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করলে নেটিজেনদের মধ্যে সন্দেহ তৈরি হয়।  বিজয়ের পোস্ট করা ছবির সাথে রাশমিকার শেয়ার করা ছবি হুবহু মিলে যায় ।  বিশেষ করে সমুদ্রের দৃশ্য এবং নীল জলরাশি। এরপরই নেটিজেনরা ধারণা করছে , রাশমিকা জন্মদিনে তার ‘প্রেমিক’ বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই সময় কাটাচ্ছেন

রাশমিকার সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।  মূলত তিনিই সম্পর্কের গুঞ্জন সৃষ্টিকারী ।  সৈকতে কিছু ছবি পোস্ট করেন।  একটি ছবিতে তাকে দেখা যায় অফ-হোয়াইট পোশাকে সৈকতে আরামদায়ক অবস্থায় বসে থাকতে।  আরেকটিতে ঘোড়া চালাচ্ছিলেন এবং অন্য একটি ছবিতে সূর্যাস্তের দিকে তাকিয়ে ছিলেন।  ছবিগুলো দেখে মনে হচ্ছিল রাশমিকার জন্মদিনে বিজয়ও তার আনন্দে অংশ নিচ্ছেন

২০২৩ সাল থেকে রাশমিকা এবং বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে ।  গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, বিজু এবং আমি একসাথে বড় হয়েছি ।  তাই আমি তার মতামত ছাড়া কোনো কিছুই করি না।  সে সব সময় আমাকে সাহায্য করে এবং আমাকে সঠিক পথ দেখায়।  আমি তাকে অত্যন্ত সম্মান করি।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন