ফ্রি কিকে রাইসের ডাবল ডোজ, উড়ে গেল রিয়াল মাদ্রিদ

এমিরেটস স্টেডিয়ামের সব চোখ ঘুরে গেছে ডেকলান রাইসের দিকে। অবিশ্বাস্য এক ফ্রি-কিক, সতীর্থদের উচ্ছ্বাস। রিয়াল মাদ্রিদকে হতভম্ব করে দিয়ে গানাররা লিখল ৩-০ জয়ের এক বর্নিল ইতিহাস।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল।
মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আর্সেনাল এদিন সবকিছু ছাড়িয়ে গেছে। সাদা জার্সিধারীরা তো সুযোগই পাননি কোনো। গোল তিনটি হয়েছে মাত্র ১৭ মিনিটের মধ্যে। থিবো কোর্তোয়া যথেষ্ট চেষ্টাই করেছেন। না হলে হয়তো রিয়াল মাদ্রিদের কপালে জুটতো আরও বেশি গোল।
আর রাইস নাম লিখিয়েছেন দারুণ কীর্তিতে। সরাসরি ফ্রি কিক থেকে ২ টি গোল আদায় করে নিয়েছেন এই মিডফিল্ডার।
প্রথমার্ধ কাটে পুরোপুরি গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গিয়ে ভোল পাল্টে যায় আর্সেনালের। ম্যাচের ৫৮ মিনিটে পাওয়া ফ্রি কিকে শট নেন ডেকলান রাইস। বাঁকানো সেই শট জালে জড়ায়, কোর্তোয়ার চেষ্টা হয়ে যায় ব্যর্থ।
এরপর ৭০তম মিনিটে আরেকটি ফ্রি কিক পায় আর্সেনাল। এবারো জোরের সাথে শট নেন রাইস। হাতের নাগাল পাননি কোর্তোয়া, সরাসরি বল খুঁজে নেয় জাল।
এর আগে আর্সেনাল ও ওয়েস্ট হামের হয়ে কখনো সরাসরি ফ্রি কিকে গোল করেননি রাইস। মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচেই তিনি দুই গোল করলেন কেবল ফ্রি কিকে। আর রাইস প্রথম খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে সরাসরি ফ্রি কিক থেকে ২ গোল করেছেন।
ম্যাচের ৭৫ মিনিটে গিয়ে আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো আরেকটি গোল করে বসেন। এতে তিন গোলের বড় এক তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে গানাররা। আর রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ও সমর্থকদের চোখে মুখে ফুটে ওঠে হতাশা।
এমএইচ//