বিনোদন

রাতের অনুষ্ঠানে দেখা গেলো অভিষেক-নিমরতকে

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন এবং অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। ‘দসভি’ ছবির শুটিংয়ের সময় অভিষেক ও নিমরত একে অপরের সাথে ঘনিষ্ঠ সখতা গড়ে তুলেছেন, কিছুদিন আগে এমনটাই শোনা গিয়েছিল।  যার কারণে অভিষেক স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে দাম্পত্যে জীবনে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে । যদিও নতুন বছরের শুরুতে অভিষেক এবং ঐশ্বরিয়া বিচ্ছেদের গুঞ্জনকে পুরোপুরি অস্বীকার করছেন।

সম্প্রতি মুম্বাইয়ের একটি নামকরা প্রযোজনা সংস্থার আয়োজিত নৈশ পার্টিতে একসঙ্গে দেখা যায় অভিষেক এবং নিমরতকে। তবে লাল গালিচায় তাদের চলাফেরা আলাদা আলাদা ছিল। অভিষেক কালো প্যান্ট ও জ্যাকেটে অন্যদিকে, নিমরত কালো অফ-শোল্ডার ড্রেসে একেবারে ঝলমলে লুকে ছিল। তারা একসঙ্গে পার্টিতে আসলেও তাদের মধ্যে কোনো বিশেষ সম্পর্কের ইঙ্গিত মেলেনি।

২০২২ সালে, যখন ‘দসভি’ ছবির শুটিং চলাকালীন অভিষেক ও ঐশ্বরিয়া ১৫ বছরের দাম্পত্য জীবনের কথা শোনা যায়। তখনই মূলত গুঞ্জনের শুরু । গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিষেক জানান, হ্যাঁ, ২০০৭ থেকে ২০২২ সাল, দীর্ঘ ১৫ বছর ।  তখন নিমরত আশ্চর্য হয়ে বলেন, ১৫ বছর! অসাধারণ। সেই মুহূর্তের ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  আর এই ভিডিওই আবার নতুন করে সম্পর্কের গুঞ্জনকে উসকে দিয়েছে।

এদিকে অভিষেক এবং ঐশ্বরিয়াকে নানা জায়গায় একসঙ্গে ঘোরার দৃশ্য কিছুটা হলেও বিচ্ছেদের সমস্ত গুঞ্জনকে থামিয়ে দিয়েছে। তবে অভিষেক ও নিমরতকে এর মধ্যে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে আলোচনা থামছেই না, যা নেটপাড়ায় সোরগোল তৈরি করেছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন