জাতীয়

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (০৯ এপ্রিল) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি তিনি মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবার সূচনা করেন। এই উদ্যোগকে প্রযুক্তি খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়ার সম্ভাবনা তৈরি করবে।

বুধবারের সেশনে যুক্ত হয়ে ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি।

চারদিন ব্যাপী বিজনেস সামিটের দুইদিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশকে।

এরই মধ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে অফিসিয়াল প্রক্রিয়া সহজীকরণ ও নতুন জ্বালানি নীতি প্রণয়নের ঘোষণা। সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ব্যবসা স্থানান্তরের সম্ভাবনা ও যৌক্তিকতা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন