কাতারে প্রধান উপদেষ্টা আলোচনায় থাকবে এনার্জি-ভিসা-রোহিঙ্গা ইস্যু

কাতারের রয়েল ফ্যামিলি আয়োজিত আর্থনা সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় দেশ ছাড়ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কাতার সফরের মূল উদ্দেশ্য আর্থানা সম্মেলন হলেও, এর বাইরে ছোট ছোট আলোচনায় এনার্জি, ভিসা এবং বড় একটি সম্মেলনে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসন জানান।
প্রেস সচিব বলেন, আজ (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সফরসঙ্গীসহ প্রধান উপদেষ্টা কাতারের উদ্দেশ্যে ফ্লাই করবে। সেখানে নেমে রাত হয়ে যাবে। আমাদের ব্যস্ত দিন যাবে ২২ ও ২৩ তারিখে।
শফিকুল আলম বলেন, আমাদের টিমের সঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান থাকবেন। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি রয়েছে, তাই এনার্জি সংক্রান্ত আলোচনাগুলো হবে। আমরা ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং কাতারের সঙ্গে ইকোনমিক কোঅপারেশন কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও কথা বলব।
এছাড়া একটি বড় বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হবে যেখানে কাতারের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন। আমরা আশা করছি, এই সম্মেলন থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাবে।
কাতার চ্যারিটি এবং কাতার ফাউন্ডেশনের সঙ্গে আরও কিছু মিটিংও হবে। তবে এই মুহূর্তে সেগুলোর বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।
তিনি বলেন, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রধান উপদেষ্টাকে ওয়ান টু ওয়ান ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাতারে আড়াই ঘণ্টাব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দেবেন। গ্লোবালি যারা রোহিঙ্গা ক্রাইসিসের সঙ্গে সম্পৃক্ত তারা সেখানে থাকবেন। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে।
শফিকুল আলম বলেন, সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও যাচ্ছেন ফরেন অ্যাডভাইজর মো. তৌহিদ হোসেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আমাদের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং আরো কিছু সিনিয়র সেক্রেটারি।
প্রধান উপদেষ্টা ২৪ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তিনি।
এমএ//