আন্তর্জাতিক

চীনের নার্সিং হোমে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ৮ এপ্রিল স্থানীয় সময় রাত ৯টায় হেবেই প্রদেশের চেংদে শহরে আগুন লাগার এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর নার্সিং হোমের অন্য বাসিন্দাদের চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ঠিক কতজনকে সরানো হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে বিশেষজ্ঞদের একটি দল নার্সিং হোমে পৌঁছেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন