দেশজুড়ে

জনরোষের শিকার সেই এমপি কারাগারে

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৩) ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গেলো মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ডা. আব্দুল আজিজ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন।

তার কারামুক্ত হওয়ার খবর পেয়ে সিরাজগঞ্জ কারাগারের সামনে জড়ো হন একদল যুবক। যখন তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ধরেন। এরই মধ্যে টেনে হিঁচড়ে মারধর শুরু করেন ওসব যুবক।

এ ঘটনার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা জানায়, উচ্চ আদালতের নির্দেশে সাবেক এমপি আবদুল আজিজের জামিন হয়েছে। জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করে রাত পৌনে ৮টার দিকে মুক্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর একদল যুবক তাকে ধরে নিয়ে মারধর করেন।

 

উল্লেখ্য, সাবেক এমপি আবদুল আজিজকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির ১৬ ঘণ্টা পর আবারও তাকে কারাগারে পাঠানো হলো।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন