ধান-চালের মূল্য ঘোষণা করেছে সরকার

২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে ধান, চাল এবং গম সংগ্রহের নতুন মূল্য ঘোষণা করেছে সরকার। আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সরকারি সংগ্রহ অভিযান।
বুধবার (৯ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে ব্রিফকালে এসব কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন , চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। একই সাথে গমের সংগ্রহ মূল্য ৩৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গেলো বারের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশিতে ধান ও সিদ্ধ চাল কেনা হবে।
এ সময় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান , এ বছর অন্যান্য বছরের তুলনায় ধানের উৎপাদন বেশি হবে। যার কারণে এই সংগ্রহের প্রক্রিয়া আরও বেশি সহজতর হবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে তাতে কোন ধরনের খাদ্য সংকট দেখা দেবে না।
এসকে//