শিল্পে গ্যাসের নতুন মূল্য ঘোষণা হচ্ছে আজ

শিল্প খাতে গ্যাসের নতুন দাম আজ রোববার (১৩ এপ্রিল) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেলে এক অনুষ্ঠানে এ সিদ্ধান্ত জানানো হবে।
বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা হারে বিল দিচ্ছেন। এই হারই বিদ্যমান কারখানাগুলোর জন্য বহাল রাখা হবে। তবে নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়তে পারে, যা ৪০ থেকে ৪৫ টাকার হতে পারে।
পেট্রোবাংলা সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছিল যাতে বিদ্যমান গ্রাহকদের জন্য বর্তমান হার অক্ষুণ্ণ রেখে, নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানো হয়। প্রস্তাবে বলা হয়, প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক গ্যাস বর্তমান দরে এবং বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা হারে দেওয়ার কথা। একইসঙ্গে, নতুন শিল্প ও ক্যাপটিভ ব্যবহারের গ্যাসের দাম ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার প্রস্তাবও করা হয়।
বিইআরসি গেলো ২৬ ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে জনশুনানি আয়োজন করে। সেখানে ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রস্তাবটির তীব্র বিরোধিতা করেন। তারা বলেন, একই খাতে আলাদা দাম নির্ধারণ করলে প্রতিযোগিতায় বৈষম্য তৈরি হবে এবং নতুন উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।
পেট্রোবাংলা তাদের পক্ষ থেকে যুক্তি দেয়, গ্যাসের বর্তমান দর বহাল রাখলে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হবে।
তবে শিল্পমালিকরা বলছেন, এই ঘাটতির দায় শুধু তাদের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত নয়।
এমএ//