মোবাইল ও কম্পিউটারে শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিতে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হলেও, স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এসেছে কিছুটা স্বস্তির খবর। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের সর্বশেষ গাইডলাইনে জানানো হয়েছে, এই দুই প্রযুক্তিপণ্য আপাতত অতিরিক্ত শুল্কের আওতায় পড়ছে না।
কিছুদিন আগে চীনের ওপর কঠোর শুল্কারোপ করেছিলো ট্রাম্প প্রশাসন। তবে মোবাইল ও কম্পিউটারের মতো পণ্যে শুল্ক ছাড় দেওয়ার ফলে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো কিছুটা স্বস্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে অ্যাপল, যাদের অধিকাংশ পণ্য চীনে উৎপাদিত হয়।
সিএনবিসির তথ্য অনুযায়ী, অ্যাপলের প্রায় ৮০ শতাংশ পণ্য এবং অর্ধেকেরও বেশি কম্পিউটার চীনেই তৈরি হয়। ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্কনীতির ফলে এইসব পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
তবে শেষ পর্যন্ত মোবাইল, কম্পিউটার, সৌর ব্যাটারি, ডিসপ্লে ইউনিট, মেমোরি কার্ড ও সেমিকন্ডাক্টরের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যকে শুল্ক ছাড়ের তালিকায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে এসব পণ্যের উৎপাদন সীমিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ট্রাম্প চাচ্ছিলেন, অ্যাপল ও অন্যান্য টেক জায়ান্টরা যেন নিজেদের চীন থেকে সরিয়ে আমেরিকায় উৎপাদনের ব্যবস্থা করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অ্যাপল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।
এমএ//