প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আসছে ১৬ এপ্রিল বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্রীয় অতিথী ভবন যামুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে বিএনপির স্থানী কমিটির সদস্য সালাহউদ্দিন আমহেদ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, এ বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে
সালাহউদ্দিন আহমেদ জানিয়েছে, প্রধান উপদেষ্টা বিএনপিকে ১৬ এপ্রিল দুপুর ১২টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে।
তিনি বলেন, বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই বিএনপি প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানেবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতির সামনে একটি স্পষ্ট নির্বাচনি রোডম্যাপ উপস্থাপন করা, যাতে জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয়, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, নির্বাচন কমিশন জুন মাসের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টাও আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ চলছে।
এমএ//